পুলিশ
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কার পেলেন সোনারগাঁ থানার এএস আই কর্ণক কুমার
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কার পেলেন সোনারগাঁ থানার এএস আই কর্ণক কুমার হাওলাদার । ১৫ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এর সভাপতিত্বে মাসিক কল্যান সভা, আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সোনারগাঁ থানার এএস আই আই কর্ণক কুমার হাওলাদার পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম । পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা স্মারক,ক্রেস্ট ও উপহার তুলে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার। তিনি বলেন , সার্বক্ষণিক জেলা পুলিশ আপনাদের পাশে থাকবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলার সকল থানার ইনচার্জগন।