শম্ভুপুরা ইউনিয়নবাসীর সেবক হতে ভোট চান ঘরে ঘরে নৌকার প্রার্থী নাছির উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরাঞ্চল ও কৃষি অধ্যাসিত শম্ভুপুরা ইউনিয়নবাসীর সেবক হতে ভোট চেয়ে বেড়াচ্ছেন ঘরে ঘরে নৌকার মনোনীত প্রার্থী নাছির উদ্দিন।
আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে- অবহেলিত উন্নয়ন ও সুবিধা বঞ্চিত এ ইউনিয়নকে আলোকিত করতে চান তিনি।
উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হাজী মো: নাছির উদ্দিন এর নির্বাচনী প্রচার প্রচারণায় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ ও উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি তার এই আকাঙ্ক্ষা কথা ব্যক্ত করেন।
১৭ নভেম্বর বুধবার ৮৫ নং ইসলামিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভাসহ সকাল থেকে সন্ধা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গ্রামে ঘরে ঘরে ও চায়ের দোকান গুলোতে নৌকা মার্কায় ভোট চান দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে।
এ সময় ৩ নং ওয়ার্ডে মনাইকান্দি স্কুল মাঠে গণসংযোগের সময় নৌকা প্রার্থী নাছির উদ্দিন বলেন, আমি ৯নং ওয়ার্ডে ৩ বার জনগনের ভোটে নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছি মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠন ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে, বাংলাদেশ আওয়ামীলীগ শম্ভুপুরা ইউনিয়নের নৌকা প্রতীক দিয়েছেন। আমি আশা রাখি শম্ভুপুরা ইউনিয়নের জনগন নৌকাকে বিপুল ভোটে নির্বাচিত করবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিবেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোগরাপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর ছিদ্দিক মোল্লা, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাবিবুল্লাহ,উপজেলা একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামূল হক বিদুৎ্য, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি, আব্দুল কাইয়ুম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জামান, সাংগঠনিক সম্পাদক সোহেল, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক, রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক, রাসেল আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি, ইবনেসিনা প্রপেল,মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর,হৃদয়, বিপি সজীব, এরফান,ও পারভেজ আহম্মেদ প্রমুখ