জনপ্রতিনিধ

লকডাউনে কর্মহীন বাস ড্রাইভারদের খাদ্য সামগ্রী দিল এমপি খোকা

আকরাম হোসাইন, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে ঢাকাগামী গণপরিবহন ড্রাইভারদের মাঝে নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এমপি লিয়াকত হোসেন খোকার নিজস্ব কার্যালয় আইয়ুব প্লাজার ৪র্থ তলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় জাতীয়পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনেন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

করোনা প্রার্দুভাব বেড়ে যাওয়ার কারণে সরকার লকডাউন ঘোষনা করেন। লক ডাউন ঘোষনার পর থেকে সকল প্রকার যাত্রীবাহি বাস ও ট্যাক্সি বন্ধ করে দেয়া হয়। ফলে গণপরিবহনের ড্রাইভার, হেলপাররা ও স্টাফরা বেকার হয়ে পড়েন। কাজ না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন।

এমন পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করে লিয়াকত হোসেন খোকা কয়েকশত শ্রমিকের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Related Articles

Back to top button