রাজনীতি

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা :


অসহায় ও দুস্থদের মঝে বস্ত্র বিতরণ কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা শেষে অসহায় ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াছিন নোবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোজাম্মেল ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়নের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশীদ মিঠু, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্ত, সহ সভাপতি আল আমিন অভি, ইরফাত হাসান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহ জালাল, মাসুদ রানা বাবু, সিফাত আদন, সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ শিকদার ও যুগ্ম আহবায়ক জনি প্রমুখ।

Related Articles

Back to top button