রাজনীতি

যুবদলের কমিটি থেকে পদত্যাগ করেছেন সাদিপুরের এক ছাত্র নেতা

রুহুল আমিন,(সাদিপুর ইউনিয়ন প্রতিনিধি) সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন যুবদলের কমিটি থেকে পদত্যাগ করেছেন এক ছাত্রদল নেতা। ছাত্রদল করাকালীন তাকে না জানিয়ে যুবদলে তার নাম অন্তর্ভুক্ত করায় সে পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমের কাছে পদত্যাগ পত্রটি দিয়ে পদত্যাগ করা ইউনিয়ন যুবদলের ৫নং ওয়ার্ড কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম জানান তিনি ছাত্রদলের কর্মী। ১৬ তারিখ রাতে তিনি পদত্যাগ পত্র জমা দেন।

আজিজুল হাকিম জানান, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিব সাক্ষরিত ৫ নং ওয়ার্ড কমিটিতে আমাকে সহ সাংগঠনিক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা কিনা অতীত অপ্রত্যাশিত। আমি ছাত্রদলের একজন ক্ষুদ্র সক্রিয় কর্মী এবং ছাত্রদলের ছায়াতলেই আরো দীর্ঘদিন রাজনীতি করার ইচ্ছে পোষন করি কারণ ছাত্রদল আমার প্রানের সংগঠন। আমি থানা ছাত্রদলের সম্মানিত আহবায়ক সদস্য জাফর আহমেদ তুষারের নেতৃত্বে কাজ করে আসছি এবং কাজ করে যাবো। তাছাড়া আমার বয়স যুবদল করার মতো এখন যথাপোযুক্ত নয়। আমাকে না জানিয়ে, কোন রকম আলোচনা না করে এমন অসাংগঠনিক সিদ্ধানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি এবং সজ্ঞানে পদত্যাগ করেছি।

তিনি আরো জানান, আমি ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিবকে আহবান করবো দায়িত্ব পেয়ে ঘরে বসে দায়িত্বজ্ঞানহীন আচরণ করা থেকে বিরত থাকুন। আরো অনুরোধ থাকবে যেহেতু আপনাদের জানা নেই কে কোন সংগঠন করে অথবা নিজস্ব কর্মী বাহিনীও নেই তাই ঘরে বসে কমিটি না করে পাড়া মহল্লায় এসে ভালো করে খোঁজ খবর নিন কে কে যুবদল করে এবং তাদের পদায়ন করুন। দয়া করে এভাবে সংগঠনকে লজ্জায় ডুবাবেন না।

১৩ সেপ্টেম্বর ইউনয়নের ৫ নং ওয়ার্ডের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন সাদিপুর ইউনয়ন যুবদলের আহবায়ক আওলাদ হোসেন ও সদস্য সচিব পরশ আহমেদ।

এর আগে থানা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম স্বপন ও সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভুঁইয়ার ঘোষিত সাদিপুর ইউনিয়ন যুবদলের কমিটি থেকে ৬ জন যুগ্ম আহবায়ক সহ মোট ১২ জন পদত্যাগ করে। সেখানেও কমিটি নিয়ে নানা অভিযোগ ছিল তাদের দুজনের বিরুদ্ধে।

 

Related Articles

Back to top button