সংগঠন
মোগরাপাড়া হাই স্কুলের ৯৭ ব্যাচের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী হাই স্কুল মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন এর ৯৭ ব্যাচের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শীতার্ত অসহায় ও দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন এর ৯৭ ব্যাচের ছাত্র ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন এর ৯৭ ব্যাচের ছাত্র ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সহসভাপতি আরমান মেরাজ, ৯৭ ব্যাচের ছাত্র রনি, মুকুল, সুমন কবির, আনিস, শামীম, মৌসুমি, রাজু, মনির, পারভেজ, ছাব্বির ও সাংবাদিক শাহজালাল প্রমুখ উপস্থিত ছিলেন।