নির্বাচনের খবর
মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিলেন আলমগীর
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন। এ নির্বাচনে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাছেদ মেম্বার এর ছেলে আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তার কাছে মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এ সময় তার সহযোগীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম জমা শেষে আলমগীর বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ওয়ার্ডবাসীর সুখে-দুখে পাশে আছি। মহামারী করোনার সময় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের গরীব অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়াসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। আমি শতভাগ আশাবাদী এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।