মেঘনা গ্রুপের অবৈধ দখলকৃত সরকারী ভুমি (রাস্তা) ছেড়ে দিতে নোটিশ
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের দখলকৃত সরকারী ভুমি (রাস্তা) ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি।
নোটিশে বলা হয়, আপনি সোনারগাঁ উপজেলাধীন চরলাউয়াদী মৌজার আর এস ১নং খাস খতিয়ানের আর এস ১২৬০ নং দাগে খাল শ্রেনীর ০.৯৭০০ একর ভুমি এবং চররমজান সোনাউল্লাহ মৌজার আরএস ১নং খাসখতিয়ানের আর এস ২১৭নং দাগের হালট ০.৭৭০০ একর ভুমিতে অবৈধভাবে বালু ভরাট করে পাকা দেয়াল নির্মাণ করেছেন।
এতে বর্ণিত স্থানে অবস্থিত কবস্থান, মসজিদ,ঈদগাঁহ ও ঝাউচর মাদ্রাসায় বিভিন্ন গ্রামের লোকজনের যাতায়াতের রাস্তা বন্ধ হয়েে গেছে। গ্রামের লোকজনের কবস্থান, মসজিদ,ঈদগাঁহ ও ঝাউচর মাদ্রাসায় যাতায়াতের জন্য উম্মুক্ত রাখতে মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকে নোটিশ দিয়েছেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনা ভুমি গোলাম মুস্তফা মুন্না।
গতকাল বুধবার দুপুরে দখলকৃত যাতায়াতের রাস্তা জনগনের যাতায়াতের জন্য উম্মুক্ত না রাখলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে বলে নোটিশে উল্লেখ করেন তিনি।