সোনারগাঁ
মির্জা আজম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ-মেয়র প্রার্থী হোসাইনের
হাজী শাকিল রানা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোনারগাঁও পৌরসভা সভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।
বুধবার সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে মির্জা আজম এমপির সাথে এই সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় সোনারগাঁও পৌরসভা নির্বাচন পিছিয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায় বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন। এছাড়াও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামী ইউপি নির্বাচনের বিষয়েও আলোচনা হয়। এক পর্যায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন নৌকা প্রতিক নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচন করার প্রত্যাশার কথা পুনঃব্যাক্ত করেন।