মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্ধোধন করলেন ইঞ্জি. মাসুম চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁ টাইমস২৪ডটকম :
সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী ভবনাথপুরের নির্মাণাধীন কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
আজ (১৪ ই এপ্রিল) শুক্রবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন, পিরোজপুর ইউনিয়নের আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, অত্র মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিব্বির আহমেদ, ভাটিবন্দর মাদরাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ উল্লাহ, মোয়াজ্জিন রফিকুল ইসলাম, মসজিদ কমিটির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ আবদুল বাতেন, বর্তমান সভাপতি তাবারক হোসেন ভুইঁয়া, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ খোরশেদ আলম, কোষাধাক্ষ আফজাল হোসেন, সিরাজুল ইসলাম মোল্লা, সমাজ কল্যান সম্পাদক জহিরুল ইসলাম, গোলাম রাব্বানী, আঃ মতিন, হাকিম মাস্টার, ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিআবুল খায়ের,রবিউল ইসলাম, হাফেজ তাজুল ইসলাম, মোহাসিন সরকার, নবীন হোসেন প্রমুখ।
এ সময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহর ঘর মসজিদটির উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। আল্লাহ রাস্তায় দান করা ভাগ্যের ব্যাপার। ভবিষ্যতেও ভালো কাজের সাথে থাকবো।
মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিব্বির আহমেদ বলেন, মসজিদের ৯০ শতাংশ জায়গায় মধ্যে ১৯ শতাংশ জায়গা জুড়ে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। তারই ধারাবাহিকতায় প্রায় ৮৪০০ বর্গফুট ছাদের ঢালাই কাজের উদ্ধোধন করা হয়। এ সময় মসজিদটি তৈরি নির্মাণ কাজ সম্পন্ন করতে সমাজের বিত্তবানের সহায়তা চাই।