বৈদ্যেরবাজার ইউপি নির্বাচন: নৌকার পক্ষে নারী নেত্রীদের প্রচারনা
নিজস্ব নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
আসন্ন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন রাতভর নৌকা প্রতীকের পক্ষে নৌকার প্রচারনা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় ও উপজেলা নেত্রীরা। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলÑআমিন সরকারের পক্ষে তারা এ প্রচারনা চালাচ্ছেন।
নৌকার প্রচারনাকালে নারী নেত্রীরা ভোটেরদের উদ্দেশ্যে বলেন, আওয়ামীলীগ দীর্ঘদিন ক্ষমতায় রয়েছেন। দেশ ও দশের উন্নয়নের জন্য বাংলাদেশে আওয়ামীলীগই একমাত্র বড়দল যারা দীর্ঘ সময় একটানা দেশ শাসন করে দেশকে উন্নয়নের চরম শিকড়ে পৌচ্ছে দেয়ার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের সবচেয়ে বড় বড় উন্নয়ন হয়েছে। যেখানে একসময় সারাদিন বিদ্যুৎ থাকবে তা কল্পনা করা যেত না কিন্তু আজ এ মিনিটের জন্য বিদ্যুৎ যায়না। নগরবাসীকে যানজট থেকে বাচাতে মেট্রো রেলের কাজ চলছে যা আগামী বছরই ঢাকাবাসী সুফল ভোগ করবে। পদœা সেতু, যমুনা সেতু থেকে শুরু করে আর্ন্তজাতিক মানের রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে যা আমরা কল্পনা করতে পারিনি। আমাদের উন্নয়নের পাশাপাশি জীবনমাত্রার মানও উন্নয়ন হয়েছে। এসময় মানুষ মাইলের পর মাইল হেটে বাড়িতে যেত এখন মানুষ এক কদম হাটতে চায়না। এখন মানুষ রিক্সা গাড়ী ছাড়া চলতে পারে না। একজন রিক্সা চালকও দিনে এক দেড় হাজার টাকা ইনকাম করে বাড়িতে ফেলে। আগে মানুষ শাক পাতা দিয়ে খাবার খেত এখন মাছ মাংস ছাড়া খাবার খেতে পারে না। এ টাকা কোথা থেকে আসে আমাদের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে বলেই আমরা এত টাকা ব্যয় করতে পারি। আমাদের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে আমাদের অবশ্যই নৌকা প্রতীকে ভোট দিয়ে বৈদ্যেরবাজারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।