শিল্প অধ্যুষিত এলাকা ফতুল্লার বিসিক শিল্প নগরীতে একটি পুলিশ বক্স উদ্বোধন করা হয়।
বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিসিক এক নং গেইটে পুলিশ বক্সটির উদ্বোধন করেন বিকেএমইএর নির্বাহী সভাপতি ও বিসিক শিল্প মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৪ নারায়নগঞ্জের পুলিশ সুপার জনাব মোহা. আসাদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিকেএমইএ সহ-সভাপতি (ফিন্যান্স) মো. মোর্শেদ সরোয়ার (সোহেল) ও বিসিক মালিক সমবায় অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তীতে পুলিশ সুপার বিসিক শিল্প মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনায় সভায় পুলিশ সুপার কমিউনিটি ও বিট পুলিশিং এবং করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ইভটিজিং প্রতিরোধ, শ্রমিকদের নিরাপদ কর্ম-পরিবেশ ও সামাজিক দূরুত্ব বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ সহ মাস্ক পড়ার জন্য উদ্ধুদ্ধ করেন।