বন্দর

বন্দরে খাল থেকে রং মিস্ত্রির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

বন্দরে বাবুল (৫২) নামে এক রংমিস্ত্রি মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার কুশিয়ারাস্থ পাইটাল খালপাড় এলাকা থেকে ওই মৃত দেহটি উদ্ধার করে র্মগে প্রেরণ করে পুলিশ। নিহত রংমিস্ত্রি বাবুল মিয়া বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার মৃত খাজা সরদারের ছেলে।

এ ব্যাপারে নিহতের বড় ভাই আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চালাচ্ছে। লাশের সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চ্দ্র সাহা ও তদন্ত অফিসার মহসিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে এলাকাবাসী গনমাধ্যমকে জানিয়েছে, নিহত বাবুল পেশায় একজন রংমিস্ত্রি ও মাদক সেবী। আমাদের ধারনা সে সন্ধ্যায় অথবা রাতে মাদক সেবন করতে কুশিয়ারা পাইটাল খালপাড় এলাকায় আসে। অতিরিক্ত মাদক সেবনের কারনে তার মৃত্যু হতে পারে বলে আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, কুশিয়ারা এলাকাবাসী মাধ্যমে লাশের সংবাদ পেয়ে আমি ও থানার তদন্ত অফিসারসহ বন্দর থানার কিলোপার্টি দ্রুত ঘটনাস্থলে আসি। এবং খালপাড় থেকে বাবুল নামে একজনের মৃতদেহ উদ্ধার করে র্মগে প্রেরণ করি।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।

Related Articles

Back to top button