বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মাসুদ দুলালের উদ্যোগে ইফতার ও দোয়া
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারের রুহের মাগফিরাত কামনা করে সাবেক ছাত্র নেতা, তথ্য ও গবেষণা কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এ এইচ এম মাসুদ দুলালের উদ্যোগে মিলাদ মাহফিল ও এতিম শিশুদের নিয়ে ইফতার করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ভট্টপুর ষোলপাড়া মাদরাসাতুস সিরাতিল মোস্তাকিম ও এতিম খানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন
ভট্টপুর জামে মসজিদের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মাদরাসাতুস সিরাতিল মোস্তাকিমের সাধারণ সম্পাদক হাজী আনিসুর রহমান, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ত্রাণ ও দৃর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
হারুন অর রশিদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, পৌর যুবলীগের সিনিয়র সহ সভাপতি পৌর যুবলীগ অপু সারওয়ার, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ফারুক আহমেদ, আরও উপস্থিত ছিলেন ছাত্র লীগ নেতা মুসা, রাব্বী, সোহান, নাইম, শাহাদাত প্রমূখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা মোহতামিম হাফেজ মোঃ আরিফুর রহমান খান।