ফতুল্লা

ফতুল্লায় চাঁদার দাবীতে বাড়ি-ঘর ভাংচুর, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫০ হাজার টাকা চাঁদার দাবীতে বাড়ীর ভিতরে হামলা চালিয়ে দরজা- জানালা ভাংচুর করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে রোববার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় ফতুল্লার বড় দেওভোগস্থ রজ্জব আলী মসজিদ এলাকায়।

গ্রেফতারকৃতরা হলো- সুজন(১৮), ফরহাদ (১৯), মোঃ আরিফ মিয়ার (১৮) ও মোঃ খলিল (১৮)। এ ঘটনায় বড় দেওভোগ এলাকার মৃত অলি মিয়ার পুত্র মোস্তফা (৪১) বাদী হয়ে চাঁদাবাজীর অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয়েছে, গ্রেফতারকৃতরা রোববার রাত সাড়ে আটটার দিকে বাদীর নিকট থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। বাদী দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃতরা বাদীর বাড়ীতে হামলা চালিয়ে দরজা- জানালা ভাংচুর করে হত্যা করার হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ চৌধুরী জানায়, এ ঘটনায় মামলার এজহারনামীয় চার আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button