প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উৎসবের নগরিতে রুপ নিয়েছে সোনারগাঁ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে উৎসবের নগরিতে রুপ নিয়েছে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল।মঙ্গলবার বিকাল ৪ টায় মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে বেলুন উড়িয়ে, আতশবাজি ফুটিয়ে, নেতা-কর্মীরা প্রধান মন্ত্রী ছবি সম্বলিত টিশার্ট পরে, ভ্যান বাজিয়ে, বিশাল কেক কেটে উৎসব মূখর ও বর্ণাঢ্য আয়োজনে পালন করেন প্রিয় নেত্রীর ৭৫ তম জন্মদিন।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
বিশেষ অতিথি ছিলেন,নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, আহবায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন আআওয়ামীলীগের সভাপতি ফিরোজ্জামান মোল্লা ও সাধারণ সম্পাদক আতিকুল্লাহ।
এছাড়াও উউপস্থিত ছিলেন সকল আওয়ামীলীগ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।