প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সাবেক ভিপি জামিল হোসেন রনির উদ্যোগে বিক্ষোভ প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) বেলা ১১টায়
নারায়ণগঞ্জের চুন্নু মেমোরিয়াল মিলয়াতন এর সামনে সাবেক ভিপি জামিল হোসেন রনির নির্দেশনার এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং চুন্নু মেমোরিয়াল থেকে শুরু হয়ে সিটি করপোরেশনের বিভিন্ন প্রধান প্রধান সড়ক ঘুরে এসে জেলা আ’লীগের পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।
পরে সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আসিফ আহমেদ আনিস এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার সিনিয়র নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু,
জেলা আহবায়ক কমিটির সাবেক সদস্য জামিল হোসেন রনি, শফিকুল বাসার বাবু,মাহমুদুল হাসান,জুয়েল, শরীফ, রূপগঞ্জ উপজেলার সভাপতি পার্থী মেহেদী হাসান পাপেল,রাসেল,রুবেল মাহমুদ, সাব্বির,শামিম,দিন ইসলাম, আল আমিন, কাউল,বজলুসহ প্রমুখ।
সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ আহমেদ আনিস
তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এ ন্যাক্কারজনক কুরুচিপূর্ণ বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সে সাথে আগামীতে জামায়াত-বিএনপির যে কোন ষড়যন্ত্রকে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে রাজপথে থেকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।