ধর্ম

প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে সোনারগাঁয়ে শেষ হলো শারদীয় দূর্গােৎসব

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সোনারগাঁয়ের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে সোনারগাঁ পূজা উদযাপন পরিষদের সার্বিক তাবধায়নে প্রতিমা বিসর্জন দেয়ার আয়োজন করা হয় এর আগে সোনারগাঁয়ের বিভিন্ন পূজা মন্ডপ থেকে এক এক করে বের করা প্রতিমা নিয়ে ফেলা হয় বিভিন্ন নদীতে। নিরাপত্তা নিশ্চিত করতে সোনারগাঁয়ের মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ ও আনসার ও বিজিপি । কোন ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ ও আনসারের পাশাপাশি ছিলো মোবাইল কোর্ট।

সোনারগাঁ পুজা কমিটির সভাপতি লোকনাথ দত্ত বলেন, ‘ আমরা সোনারগাঁ পূজা উদযাপন পরিষদ কমিটির পক্ষ থেকে বিসর্জনের জন্য নির্দেশনা দিয়েছি। সেই অনুযায়ী নিজ নিজ ঘাটে বিসর্জন হবে। করোনাভাইরাস মহামারীর কারণে এ বছরও যে শোভাযাত্রা হবে না, তা আগেই জানানো হয়েছিল। এ বছর সোনারগাঁয়ে ৩৪টি পূজা মন্ডপে পূজা হয়েছে. সবাইকে বলে দেওয়া হয়েছে, যার যার মত করে এসে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য।

জগতের মঙ্গল কামনায় দেবী দূর্গা এবার ঘোড়া চড়ে এসছিলেন। আজ স্বর্গালোকে বিদায় নিবেন ঘোড়া চড়েই।

Related Articles

Back to top button