সারাদেশ

‘পথ চলতে এসেছি,মরতে নয়’ এই স্লোগানে মানববন্ধন

অনলাইন নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

“পথ চলতে এসেছি-মরতে নয়”- এই স্লোগানে নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের জনতার মোড়ে মানববন্ধন হয়েছে।

শনিবার(১৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে বরমী সোসাইটি নামের একটি সংগঠন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, গত এক সপ্তাহে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে ৮জন মানুষ প্রাণ হারিয়েছে। তাই, চালকদের সতর্ক হয়ে গাড়ি চালানো, দিনের বেলায় ড্রামট্রাক চালানো বন্ধ, অপ্রাপ্ত বয়স্কদের দ্বারা ড্রাইভারি না করা, মোবাইল ফোন ব্যবহার না করার জন্য অনুরোধ জানান।

বরমী সোসাইটি ইউথ ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা নাঈম ভূঁইয়া ছাড়াও ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ মুসলেম উদ্দিন মাস্টার, হারুন রশীদ ফরাজি,শামিম শেখ, বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

বরমী সোসাইটি ইউথ ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা নাঈম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, মাওননা-বরমী আঞ্চলিক সড়কের টেপিরবাড়ি এলাকা পর্যন্ত সড়ক যেন মৃত্যুর ফাঁদ। শুধুমাত্র বরমী থেকে সাতখামাইর চেরাগ আলী মাজারের সামনেই গত এক সপ্তাহে অটোরিকশা উল্টে, ড্রাম ট্রাকের চাপায় কিংবা মুখোমুখি সংঘর্ষে ৮জনের মৃত্যু হচ্ছে। তাই সড়ক নিরাপত্তায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

Related Articles

Back to top button