সোনারগাঁয়ের খবর
নিজস্ব অর্থায়নে মেম্বার প্রার্থীর সড়ক নির্মাণ, সোনারগাঁয়ের অনন্য উদাহরণ- দাবী স্থানীয়দের
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সাদিুপর ইউনিয়নে মোঃ রমজান আলী প্রধানের নিজস্ব অর্থায়নে ৫ লাখ টাকা ব্যয়ে আমগাঁও গ্রামের হাজ্বী কাদির ও সিদ্দিক মাষ্টারের বাড়ি হতে গজারিয়াপাড়া গ্রামের সাথে সংযোগ সড়ক নির্মাণ করছেন।
৪ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থীর এমন উদ্যোগকে সোনারগাঁয়ের অনন্য উদাহরণ বলে আখ্যায়িত করেছেন স্থানীয় জনসাধারণ।
রবিবার বিকেলে রাস্তার উন্নয়ন কাজের পরিদর্শনের সময় হাজ্বী মোহাম্মদ আলী প্রধানের ছেলে আওয়ামীলীগ নেতা, আমগাঁও দারুল উলুম ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি ও ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রামজান আলী প্রধান বলেন, আমি চাই মানুষের কষ্ট দুর করতে। আর তাই ১০ গ্রামের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষের দূর্ভোগ দুর করতে এই সংযোগ সড়ক নির্মান করে সহজে যাতায়াতের উপযোগী করা হয়েছে।