নারায়ণগঞ্জে ১৬ ইউপিতে ৮৪৪ প্রার্থীর মনোনয়ন দাখিল, চেয়ারম্যান পদে ৬৪
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের ৩ উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ৮৪৪ প্রার্থীর মনোনয়ন দাখিল করা হয়েছে। তাদের মধ্যে ১৬ ইউপিতে চেয়ারম্যান পদের বিপরীতে ৬৪ জন, সাধারণ সদস্য পদে ৬১১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬৯ জন অংশ নিয়েছে।
আগামী ১১ নভেম্বর নির্বাচনে রোববার (১৭ আক্টোবর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। দিন শেষে নির্বাচন কর্মকর্তারা অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জকে এ তথ্য জানিয়েছে।
তবে, তাদের মধ্যে কে কে নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে; তা জানা যাবে ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের দিন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন লাইভ নারায়ণগঞ্জকে জানান, সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যন পদে মনোনয়ন জমা দিয়েছেন ২২ জন এবং মেম্বার পদে মনোনয়ন জমা দিয়েছেন ২৩৪ জন। এছাড়া সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬০ জন।
বন্দর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কাদির লাইভ নারায়ণগঞ্জকে জানান, বন্দর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যন পদে মনোনয়ন জমা দিয়েছেন ২৩ জন এবং মেম্বার পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৮৪ জন। এছাড়া সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৫৩ জন।
এদিকে, রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ওমর ফারুক লাইভ নারায়ণগঞ্জকে বলেন, রূপগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যন পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৯ জন এবং মেম্বার পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৯৩ জন। এছাড়া সংরক্ষিত আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৫৬ জন।
২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তাফসিল অনুযায়ী, আগামী ১১ নভেম্বর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ২১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ২১ থেকে ২৩ অক্টোবর আপিল, ২৪ ও ২৫ অক্টোবর আপিল নিষ্পত্তি, ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার ও ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই চলবে ইউনিয়ন গুলোতে প্রচার প্রচারণা।