রাজনীতিরূপগঞ্জ

নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রুহুল আমিন:


কারাগারে বন্দী আলেমদের মুক্তির দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাকির হোসাইন বলেছেন, যারাই সরকারের দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে কথা বলে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে জামায়াত নেতাদের গ্রেপ্তার করছে। অবিলম্বে তিনি সকল আলেমেদর মুক্তি দাবি করেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে রুপগঞ্জ উপজেলার তারাব এলাকায় এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আলেমা-ওলামার মুক্তি এবং কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এ বিক্ষোভ মিছিল করে জামায়াত।

জাকির হোসাইন বলেন, সরকার অপশাসন, দুঃশাসন ও গণতন্ত্র হত্যার কারণে গণবিচ্ছিন্ন হয়ে এখন রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে রাজনীতি নিয়ন্ত্রণের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা সংবিধান স্বীকৃত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতেও পুলিশ লেলিয়ে দিয়ে তাণ্ডব সৃষ্টি করছে। মূলত এসব করে তারা চলমান গণআন্দোলন ও কেয়ারটেকার সরকারের গণদাবি পাশ কাটিয়ে দলীয় সরকারের অধীনে তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচনের মাধ্যমে নতুন করে ক্ষমতা কুক্ষিগত করতে চায়। কিন্তু জনগণ তাদের সে স্বপ্নবিলাস ও ষড়যন্ত্র কোন ভাবেই সফল ও সার্থক হতে দেবে না।

তিনি বলেন, সরকারকে টালবাহানা পরিহার করে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় জনরোষে গণবিরোধী সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।ko

Related Articles

Back to top button