নারায়ণগঞ্জের চাদমারী এলাকায় চলন্ত অবস্থায় এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারী এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
বাসচালক আনোয়ার হোসেন জানান, চলন্ত অবস্থায় হঠাৎ ড্যাশবোর্ডে আগুন ধরে যায়। পরে উপস্থিত জনতা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোন যাত্রীর কোন ক্ষতি হয়নি। সবাই নিরাপদে আছেন।
কী কারণে আগুন ধরে তা এখনো জানা যায়নি বলেও জানান তিনি।