সারাদেশ
নরসিংদীতে হেফাজতের হরতালের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়ক আবরোধ
সফিকুল ইসলাম রিপন (নরসিংদী), সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
হেফাজত ইসলামের হরতালের সমর্থনে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিল নেতাকর্মীরা।
রোববার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে মহাসড়কের জেলখানার মোড় এলাকায় অবস্থান নেন তারা।
সরেজমিনে দেখা গেছে, বাশাইল থেকে জেলখানার মূল গেট সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান নিয়ে হেফাজতের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করছেন।
এ সময় তারা শ্লোগান দেন- দুনিয়ার মুসলিম এক হও, আমার ভাই শহীদ কেন, জবাব চাই জবাব চাই।
মহাসড়ক অবরোধের কারণে এক কিলোমিটার এলাকাজুড়ে মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে।