দুই কিডনি নষ্ট হিন্দু ছেলে অপুর বাঁচার আকুতি
মু.এরশাদ উল্লাহ সোহেল, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
অপু আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে। তার দুচোখে মুঠো মুঠো স্বপ্নের বদলে শুধুই মৃত্যুর বিভীষিকা।
চোখ বুঝে অবসন্ন শরীর নিয়ে জীবনকে মহাকালের কাছে সোপর্দ করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন অপু। তার মধ্যে এখন বেঁচে থাকার তীব্র আকুতি।
কুমিল্লা নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাছী গ্রামের অপুর বাবা নেই। স্বজনদের সামর্থ্য নেই এত অর্থ ব্যয় করে তাকে বাঁচিয়ে রাখার। তারপরও তার পরিবারের চেষ্টার কমতি নেই।
তারা অপুকে ভারতের নিয়ে যেতে চান চিকিৎসার জন্য। তবে তারা পারছেন না আর্থিক সামর্থ্যের অভাবে।
নিরূপায় হয়ে অপুকে বাঁচাতে সমাজের সবার সহযোগিতা চেয়েছেন তার মা মনিকা রায়।
গত ৫ মাস আগে অসুস্থ হয়ে পড়লে বিশেষায়িত হাসপাতালে দেখালে সেখানে কিডনি বিশেষজ্ঞ ড. পরীক্ষা-নিরীক্ষা করে বলেন তার দু’টি কিডনিই নষ্ট হয়ে গেছে। সেই থেকে ডায়ালাসিস করে বেঁচে আছে।
স্বজনরা যখন টাকা জোগাড় করতে পারেন তখন ডায়ালাসিস করা হয়। না পারলে আর করা হয় না। দিন দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
অপুকে সাহায্য পাঠানোর ঠিকানা: নগদ-০১৭২৬-৪০৩৬২৩
একাউন্ট নাম্বারঃ ২৫৬৮১০১১৫৬৩৩৭,
পূবালী ব্যাংক, বাঙ্গড্ডা বাজার শাখা।