নির্বাচনের খবর
দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পেয়ে রাস্তায় সেজদায় লুটিয়ে পড়েন তারা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পাওয়ার সংবাদ শুনে নেতাকর্মীদের নিয়ে রাস্তায় সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে দেখা গেছে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মো. সোহাগ রনি ও তার সমর্থকদের।
শুক্রবার রাতে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মো. সোহাগ রনির নাম ঘোষণা হতেই ধানমন্ডি ৩ নম্বার রোডে আনন্দ মিছিল শুরু করেন শাহ মো. সোহাগ রনি। মিছিল শেষে নেতাকর্মীদের নিয়ে রাস্তায় সেজদায় লুটিয়ে পড়েন তারা।
সেখানে আওয়ামীলীগের অন্য প্রার্থী ছিলেন দুইবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।