সোনারগাঁয়ের খবর
দলীয় নেতা কর্মী ও স্বজনদের মাঝে ঈদ সামগ্রী উপহার দিলেন আ’লীগ নেতা মাসুম
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এবার তিন শতাধিক ঈদ উপহার দিয়েছন দলীয় নেতা কর্মী ও স্বজনদের মাঝে।
৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণের অংশ হিসেবে গতকাল শনিবার সকালে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে প্রিয় ৩০০ পরিবারকে এই ঈদ উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ন আহবায়ক ডা. আতিকউল্লাহ, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, আলম চাঁন, শাহাবুদ্দিন প্রধান, আবু হানিফ, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ আহমেদ সহ পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং পিরোজপুর ইউনিয়নের ত্রাণ কমিটি।