তালাবদ্ধ কক্ষের যুবকের লাশ, পুলিশের ধারণা ‘খুন’
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
তালাবদ্ধ কক্ষ থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা করছেন, ‘ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে যুবকটিকে’।
কাচঁপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ সেনপাড়া এলাকার আব্দুর রহমান মুন্সির বাড়ি থেকে সোমবার (২২ নভেম্বর) লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম সাকিল গাজী (২৮)। সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার মিতারা গ্রামের কামাল গাজীর ছেলে। সেনপাড়া এলাকার ওই বাড়িতে থেকে রাজধানীর একটি শপিংমলে চাকুরি করতেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটিকে উদ্ধার করেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। যারাই এ হত্যারকান্ডের সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।