সোনারগাঁ

জ্যামের মাঝে আটকে থাকা এক অসাধারণ মানুষকে চেনা যায় ?

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :

ঢাকা শহরে জ্যাম মানে নিত্যনৈমত্তিক ব্যাপার। ভিআইপি মুভমেন্ট থাকলে তা আরো বেড়ে যায়।

এটা বাংলাদেশ বলেই ভিআইপিরা জ্যামের কষ্ট ভোগ করেন না; যত সমস্যা সব সাধারণ মানুষের। এবার সেই সাধারণ মানুষের কাতারে দেখা গেল এক অসাধারণ মানুষকে। যিনি নিজেই বাইক নিয়ে হাইকোর্টের সামনে আটকে গেলেন জ্যামে।

মানুষটি আর কেউ নন, জাতীয় দলের সাবেক অধিনায়ক তথা নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা।

সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ম্যাশ কমলা রঙের পাঞ্জাবি পরে বাইকের ড্রাইভিং সিটে। পেছনে আরো একজন। দুজনেই হেলমেট পরিহিত। জ্যামের মাঝে বাইক বন্ধ করে অপেক্ষা করছেন।

ম্যাশের ছোট ভাই মোরসালিন মুর্তজা দুটি ছবি সোশ্যাল সাইটে শেয়ার করে লিখেছেন, নড়াইলের ঊন্নয়নের জন্য সচিবালায়ের উদ্দেশে। চেনা যায়? আওয়ামী লীগের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ এলাকা নড়াইলের উন্নয়নের জন্য অনেক উদ্যোগ নিয়েছেন মাশরাফি।

সেখানকার স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলার ব্যবস্থা উন্নত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Related Articles

Back to top button