সোনারগাঁয়ের খবর
জামপুর ইউনিয়ন আ’লীগ সভাপতির মৃত্যুতে- শোকাবহ স্থানীয় নেতৃবৃন্দ
মনির হোসেন, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম:
সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শাহজাহান খানের (৬৮) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
শনিবার রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের নানাবো এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
আওয়ামীলীগ নেতা শাহজাহান খাঁনের মৃত্যুতে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল হাই ভূঁইয়ার ছেলে আহসান হাবীব টিপুসহ উপজেলা ও জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।