ছুটি কাটাতে গিয়ে না ফেরার দেশে পুলিশ কনস্টেবল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সুমিত কুমার কর হৃদয় (২৪) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আড়াইহাজার সড়কের ফকির বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় উপজেলার পাচঁগাও দেওয়ানপাড়া গ্রামের শেখর রঞ্জন করের ছেলে এবং নরসিংদী জেলা পুলিশে কর্মরত ছিলেন।
নিহত পুলিশ সদস্য হৃদয়ের এক ভাই ও এক বোন ছিল। তিন বছর আগে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ক্রান্তি রায় জানান, হৃদয় নরসিংদী জেলা পুলিশে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে বন্ধুদের সাথে মাধবদীতে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে দুইটি মোটরসাইকেল নিয়ে চারজন বন্ধু মিলে দেওয়ানপাড়া যাওয়ার পথে উপজেলার ফকির বাড়িতে পৌঁছালে পিছনে থেকে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়।
এ সময় হৃদয় রাস্তায় পড়ে পাশে থাকা খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। আহত অবস্থায় আড়াইহাজার হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় আরো তিনজন আহত হন।