গভীর শোক প্রকাশ ও দুআ’র প্রার্থন
সোনারগাঁ টাইমস ২৪ ডটকম : সোনারগাঁ উপজেলার পরিচিত মুখ সাংবাদিক নেতা, সোনারগাঁ প্রেস ক্লাবের সদস্য ও মানবজমিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আবু বকর সিদ্দিকের পিতা আবুল হাশেম (৭৫) ব্রেণ স্ট্রোক জনিত রোগে আক্রন্ত হয়ে ঢাকার ল্যাবএ্যাড হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যূকালে তিনি স্ত্রী তিন ছেলে এক কন্যা ও নাতি নাতনিসহ অসংখ্যগূনাগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা আজ মঙ্গলবার রাত ১০:৩০ সারে দশটায় রয়েল রিসোর্টের কার পার্কিং মাঠে জানাজা অনূষ্ঠিত হবে। মরহুমের জানাজা শেষে সামজিক কবরস্হানে দাফন করা হবে ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মরহুম আবুল হাশেম’কে মাফ করুন, গুনাহ খাতা গুলো নেকিতে রূপান্তরিত করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
সোনারগাঁ টাইমস পরিবারের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করছি। আরা গভীর শোকাভিভূত। শোকসন্তপ্ত
পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন