পুলিশ

কাঁচপুর হাইওয়ে পুলিশের অভিযানে ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকা থেকে ৩৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। বুধবার সকালে একটি প্রিকাপ ভ্যানে অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার ওসি মোঃ সাজ্জাদ করিম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি পিকাপভ্যানে ফেন্সিডিলের চালান আসছে৷ ওই সংবাদের ভিত্তিতে মহাসড়কের ত্রিপর্দী এলাকায় কাঁচপুর হাইওয়ে পুলিশ মাদক বহনকারী পিকাপটি থামানোর জন্য সংকেত দিলে পিকাপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকাপ ফেলে পালাতে সক্ষম হয়৷ এ সময় পুলিশ পিকাপে তল্লাশি চালিয়ে উল্লেখিত ফেন্সিডিল উদ্বার করে৷

Related Articles

Back to top button