করোনায় ক্ষতিগ্রস্ত দিনমজুরদে আর্থিক সহযোগিতা করলেন আ’লীগ নেতা এইচ এম মাসুদ দুলাল
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলায় করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র-অসহায় দিনমজুরদের মাঝে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন সোনারগাঁয়ের কৃতিসন্তান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এইচ এম মাসুদ দুলাল।
শনিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া সরকারি এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়তন সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে কর্মহীন দিনমজুরদে মাঝে নগদ অর্থ প্রদান করেন এই নেতা।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপ কমিটির সহ সম্পাদক তরুণ আওয়ামী লীগ নেতা এ এইচ এম মাসুদ দুলাল বলেন, মাননীয় প্রধাণমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে কর্মহীন মানুষের মাঝে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকার যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নে যতোদিন বেঁচে থাকবো সামর্থ অনুযায়ী এই সমস্ত গরিব-দুস্থ সমাজের আশ্রয়হীন,দুর্বল ও অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ।