নারায়ণগঞ্জে ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আলোকসজ্জিত করা হয়েছে বন্দরের কদম রসূল দরগাহ, যেখানে নবী করীম (সাঃ) এর পদচিহ্ন সংরক্ষিত রয়েছে। দিনটিকে ঘিরে ধর্মপ্রাণ মুসুল্লিরা নানা ধর্মীয় অনুষ্ঠান পালন, নফল নামাজ ও রোজা আদায় করবেন। দিনটিকে ঘিরে বিভিন্ন মসজিদে বিশেষ বয়ান হবে।
বুধবার (২০ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনে এ দরগাহে অনুষ্ঠিত হবে দিনটি। ইতোমধ্যে দরগাহ শরীফ রঙ করা, আলোকসজ্জা করা, দরগাহের চারিদিকে মেলা বসানো হয়েছে।
এদিন দরগাহের মসজিদে বিশেষ বয়ান, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। রাতভর নফর ইবাদতে এখানে মশগুল হবে নবীপ্রেমীরা।
সরেজমিনে দেখা যায়, দরগাহের চারিদিকের সিড়ি, দরগাহ শরীফ রঙ করা হয়েছে নতুন করে। পুরো দরগাহকে বিশেষভাবে আলোকসজ্জিত করা হয়েছে। দরগাহের চারিদিকে মেলা বসিয়েছেন অস্থায়ি দোকানিরা। এসব মেলায় বিভিন্ন ধরনের খাবার, খেলনা ও ধর্মীয় বই বিক্রি করা হচ্ছে। মেলাকে ঘিরে চারিদিকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।
এদিকে বিশেষ দিনটিকে ঘিরে নবীর পদচিহ্ন দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ভিড় করছেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। তারা এখানে দোয়া করেন এসে এবং দরগাহের বিভিন্ন মাজার পরিদর্শন করেন। অনেকে এখানে এসে নিজের জন্য কান্নায় দোয়া করেন।