এসএসসি ২০০৩ বনাম ২০১৯ ব্যাচের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট; বিজয়ী ২০০৩ ব্যাচ
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম:
এসএসসি ২০০৩ বনাম ২০১৯ ব্যাচ আয়োজিত সোনারগাঁ জি.আর. ইনিষ্টিটিউশন ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট চেম্পিয়ানশীপ-২০২১ (সিজন-১) অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৯ ব্যাচকে ১৪ রানে পরাজিত করে খেলায় চেম্পিয়ানশীপ অর্জন করেছেন এসএসসি ২০০৩ ব্যাচ।
.
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে পানাম শেখ রাসেল স্টেডিয়াম মাঠে ক্যাপটেন রনির নেতৃত্বে এসএসসি ২০০৩ টিম বনাম ক্যাপটেন মেহেদীর নেতৃত্বে এসএসসি ২০১৯ টিমের মধ্যে ১৪ ওভারের টুর্নামেন্টে অংশগ্রহণ করে টস জিতে প্রথমে বেট করেন এসএসসি ২০০৩ টিম।
এসময় তারা ৬ উইকেট হারিয়ে সম্পূর্ণ ১৪ ওভার বল খেলে ১৮৪ রানের স্কোর দাড় করায়।
পরবর্তীতে ক্যাপটেন মেহেদীর নেতৃত্বে এসএসসি ২০১৯ টিম ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে সম্পূর্ণ ওভার বল খেলে ৬ উইকেট হাড়িয়ে ১৪ রানের হার নিয়ে মাঠ ছাড়েন।
বিজয়ী টিম এসএসসি ২০০৩ ব্যাচের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন- হাজী শাকিল রানা, নাদিম, রনি, আরিফ, মোশারফ, রাকিব, আরমান, ফয়সাল, ফহিম, আল-আমিন, আসিক, মেহদী ও রিফাত।
এসএসসি ২০১৯ ব্যাচের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন- মেহদী, সজিব, আসিক, আল-আমীন, ছব্বির, ইফতেখার, কবির, আল-আমিন, আসিক, মেহদী ও রিফাত।
খেলা শেষে ম্যান অফদা ম্যাচের পুরস্কার লাভ করেন বিজয়ী দলের হাজী শাকিল রানা। এ সময় তাকে সকল খেলোয়াররা ফুলেল শুভেচছা দেন।
.