সংবাদ মাধ্যম

এতিমদের নিয়ে ইফতার করল সোনারগাঁ মডেল প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক :


মুজাফফর আলী ফাউন্ডেশনের এতিমরা ইফতারের সময় বেশির ভাগই অসহায় হয়ে পড়েন। তাই প্রতিবারের ন্যায় এবারও তাদের সঙ্গে ইফতার করেছেন ‘সোনারগাঁ মডেল প্রেসক্লাব’ এর সদস্যরা।

আজ ২৫ মার্চ সোমবার সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তার জালাল টাওয়ারে সোনারগাঁ মডেল প্রেসক্লাব কার্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এই ইফতার মাহফিলে সংগঠনের সদস্যদের ও উপস্থিত সকলের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। শুরুতেই মুজাফফর আলী ফাউন্ডেশনের এতিম ছাত্র রিফাত হোসেন কুরআন তেলাওয়াত করেন ও পরে কুরআন থেকে দারস পেশ করেন সোনারগাঁ মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পদক সাংবাদিক হাজী মো. শাহ্জালাল।

এ সময় সোনারগাঁ মডেল প্রেস ক্লাবের সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সিরাজের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, রাজনীতিবিদ, সোনারগাঁ মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হাজী বিল্লাল হোসেন ব্যাপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. মোহসীন ও আইএফ আই সি ব্যাংকের সোনারগাঁ শাখার ম্যানেজার আবুল বাশার।

এছাড়াও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ প্রেসক্লাবের ক্লাবের সভাপতি এমএম সালাউদ্দিন মোল্লা, মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক হাজী মো. শাহজালাল, অর্থ সম্পাদক মোঃ নাজিমুদ্দিন মোল্লা, দপ্তর সম্পাদক আল-আমিন কবির, নির্বাহী সদস্য মোঃ নুরুল হক নূর, মারিয়া ইসলাম, মোঃ রইছ উদ্দিন রিপন, অলি আহমেদ, শরীফ হোসেন, তৌফিক আহমেদ ইবু, মোঃ তৌরব হোসেন প্রমুখ।

Related Articles

Back to top button