আগামী ১০ জুলাই ঈদুল আজহা; সোনারগাঁবাসী কোথায় পাবেন কুরবানির গরু, জেনে নিন
নিজস্ব প্রতিবেদক , সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
আগামী ১০ জুলাই সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ১ জুলাই জিলহজ মাস শুরু হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
ঈঁদের দিন ঠিক হলো, এবার মনের মতো নাদুস নুদুস একটি পশু কিনতে সোনারগাঁ উপজেলায় এই বছর ১৫টি অস্থায়ী পশুর হাটে যেতে হবে আামাদের।
এই অস্থায়ী পশুর হাটগুলি রয়েছে ১.অলিপুরা বাজার কবরস্থান সংলগ্ন অস্থায়ী গরুর হাট, ২. আলমদী কালভার্ট সংলগ্ন হারুনের মাঠ অস্থায়ী গরুর হাট,৩. রিলায়েন্স হাউজিং এর খোলা মাঠে অস্থায়ী গরুর হাট, ৪. বস্তল এম্পিয়ার ষ্টীল মিল সংলগ্ন মাঠ অস্থায়ী গরুর হাট, ৫. হাট শিলাব বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, ৬.তালতলা বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, ৭.ধন্ধির বাজারের দক্ষিন পার্শ্বে চরনোয়াগাঁও বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, ৮. বৈদ্যেরবাজার বালুর মাঠ সংলগ্ন অস্থায়ী পশুর হাট, ৯. মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠে অস্থায়ী গরুর হাট, ১০. মঙ্গলেরগাঁও গিয়াস উদ্দিন সাহেবের বালুর মাঠে অস্থায়ী গরুর হাট,১১. খুলিয়াপাড়া মিলন মিয়ার বালুর মাঠ অস্থায়ী গরুর হাট, ১২. হোসেনপুর করবস্থান সংলগ্ন বিল্লাল বেপারীর বাড়ীর পার্শ্বে অস্থায়ী পশুর হাট, ১৩. চর কিশোরগঞ্জ বালুর মাঠ প্রাঙ্গনে অস্থায়ী পশুর হাট, ১৪. বারদী ইউনিয়নের ফুলদী বাগেরপাড়া বিলকী বাড়ী আমিন মেম্বারের বালুর মাঠ অস্থায়ী পশুর হাট, ১৫.নয়াপুর বাজারের পিছনে বাচ্চু মেঘারে আম বাগানে অস্থায়ী পশুর হাট।
এই ১৫টি অস্থায়ী হাটের বাইরে সোনারগাঁও পৌরসভার মুন্সীরাইল বাজারে আরও একটি পশুর হাট কয়েক বছর ধরে বসছে। এ হাটের অনুমোদন দেয় পৌরসভা কর্তৃপক্ষ। ১৫টি অস্থায়ী পশুর হাট ছাড়াও উপজেলার আনন্দবাজার ও কাইকারটেকে দুটি বৃহত্তর স্থায়ী পশুর হাট রয়েছে।