আগামীকাল ভোট: বৈদ্যেরবাজারে স্বতন্ত্রদের চাপে কোণঠাসা নৌকা
মাজেদ ভূঁইয়া, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর প্রচারনা শেষ আগামীকাল রোববার ভোটগ্রহণ।
বৈদ্যেরবাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আল আমিন সরকার, স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে আবদুর রউফ, আনারস প্রতীকে মাহাবুব সরকার ও ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীক নিয়ে মো. ইয়াছিন।বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতবারের মত এবারও স্বতন্ত্রদের চাপে কোণঠাসায় অাওয়ামীলীগ তথা নৌকা প্রতীকের প্রার্থী।
বৈদ্যেরবাজার ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে অন্তত ১৫ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুই অভিজ্ঞ প্রবীণ প্রার্থী দুবারের সাবেক চেয়ারম্যান আনারস প্রতীকের মাহাবুব সরকার ও বর্তমান চেয়ারম্যান ঘোড়া প্রতীকের আবদুর রউফ এর মধ্যে। তৃতীয় অবস্থানে আছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল আমিন সরকার।
এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী।
স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ বলেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা প্রতিদিন ভোটারদের হুমকি দিচ্ছেন, প্রচার- প্রচারণায় বাধা দিচ্ছেন, কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন।
স্বতন্ত্র প্রার্থী মাহাবুব সরকার বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে আমার নির্বাচনী পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলছেন নৌকা প্রতীকের সমর্থকেরা। কয়েকদিন আগে স্থানীয় পঞ্চবটি গ্রামে আমার নির্বাচনী প্রচারের মাইক ভেঙে আমার সমর্থকদের পিটিয়ে আহত করেন নৌকা প্রতীকের সমর্থকেরা।
জানতে চাইলে আল আমিন সরকার বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
উল্লেখ্য যে, উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ৮ টি ইউনিয়নে গত ২৮ নভেম্বর নির্বাচন সম্পন্ন হয়েছে। সীমানা নিয়ে আদালতে মামলা থাকায় বৈদ্যেরবাজার ও মোগরাপাড়া ইউনিয়নের নির্বাচন হয়নি। বৈদ্যেরবাজার ইউনিয়নে আদালতে মামলা নিষ্পত্তি হওয়ায় ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আআগামীকাল ২৬ ডিসেম্বর বৈদ্যেরবাজার ইউনিয়নে ভোট গ্রহণ করা হচ্ছে। আদালতে মামলা চলমান থাকায় মোগরাপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।