আওয়ামী লীগ ও বিএনপির ওপর দেশের মানুষ বিরক্ত – গােলাম মােহাম্মদ কাদের
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম : আওয়ামী লীগ ও বিএনপির ওপর দেশের মানুষ বিরক্ত -বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জাপার বনানী কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ বা বিএনপি নয়, আগামী দিনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। দুর্নীতি, দুঃশাসন, দলীয়করণের কারণে দল দুটির ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে।
জাতীয় পার্টির শাসনকালে দেশে দুর্নীতি, টেন্ডারবাজি ও দলীয়করণ ছিল না -উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ চায় জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করুক। জাতীয় পার্টির শাসনামল মানেই উন্নয়ন ও সুশাসন।
এ সময় জাপা চেয়ারম্যান আগামী জাতীয় নির্বাচনের আগেই দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন, পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু প্রমুখ।