ইতিহাস ও সংস্কৃতি

ভ্যালেন্টাইন ডে বা ভালবাসা দিবস কি ?

ডেস্ক রিপোর্টে, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :

ইংরেজিতে লাভ মানে বাংলায় ভালবাসা। তাহলে ভ্যালেন্টাইন ডে কিভাবে ভালবাসা দিবস হয়। ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালবাসা দিবসের নেপথ্যে একটি ইতিহাস রয়েছে।

এ ইতিহাস এক দিকে যেমন বর্বর অপর দিকে মর্মস্পর্শী। প্রাচীন রােমান সম্রাজ্যে এ দিবসটির প্রবর্তন ঘটলেও বাংলাদেশে দিবসটি প্রবর্তন করেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সাংবাদিক শফিক রেহমান।

১৯৯৩ সালে যায়যায়দিন পত্রিকায় আলােচনার মাধ্যমে বাংলাদেশে প্রথম বিষয়টির আত্মপ্রকাশ ঘটে। এরপর প্রায় দেড় দশকের বেশি সময় ধরে ব্যাপক প্রচার ও প্রসারের মাধ্যমে সেই লিওপারসালিয়া বা ফেব্রুয়ালিয়া অথবা ‘ ভ্যালেন্টাইন ডে ‘ বাংলাদেশি সমাজে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালােবাসা দিবসের উৎপত্তিঃ খ্রিস্টের জন্মের আগে রােমানদের ছিল জয়জয়কার অবস্থা।

রােমানরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার আগে প্যাগান ( পৌত্তলিক ) ধর্মের অনুসারী ছিলেন। প্যাগান ধর্মের লােকজন খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে পূর্বপুরুষদের মাধ্যমে প্রতিষ্ঠিত লিওপারসালিয়া বা ফেব্রুয়ালিয়া পূজা পালন করতাে। এই ফেব্রুয়ালিয়া অনুষ্ঠানের নামানুসারে পরবর্তীতে মাসটির নামকরণ করা হয় ফেব্রুয়ারি।

মাসটির ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত এই পূজা হতাে। পূজার উদ্দেশ্য ছিল দেবতার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পুণ্যতা , উর্বরতা ও সমৃদ্ধি লাভ করা। অনুষ্ঠানের মাঝের দিনটি ছিল খুবই আকর্ষণীয়। ১৪ ফেব্রুয়ারি দেবীরাণী জুনাের সম্মানে পবিত্রতার জন্য কুকুর আর উর্বরতার জন্য ছাগল উৎসর্গ করা হতাে।

উৎসর্গীকৃত কুকুর ও ছাগলের রক্তে রঞ্জিত হয়ে যুবকেরা চামড়ার তৈরি সামান্য পােশাক পরতাে। তারপর চামড়ার বেত দিয়ে দেবীর নামে তরুণীদের পশ্চাতে আঘাত করতাে। বিশ্বাস করা হতাে দেবী এ জন্য ওই তরুণীদের উর্বরতা বাড়িয়ে দেবেন।

দিনটির আরও একটি বিশেষত্ব হল , এ দিনেই পরবর্তী এক বছর আনন্দ দেয়ার জন্য দেবীর ইচ্ছায় লটারির মাধ্যমে তরুণরা তাদের তরুণী সঙ্গিনীকে পেতেন।

প্রথানুযায়ী বড় একটি বক্সে তরুণীদের নাম লিখে রাখা হতাে। সেখান থেকে তরুণরা একেকটি নাম তুলে পরবর্তী বছর লটারী পর্যন্ত নির্বাচিত যুগল একসঙ্গে থাকার সুযােগ পেতেন।

এরই মাঝে ২৬৯ সালে ঘটে যায় আরেকটি ঘটনা। সে সময় রােমান সম্রাট ছিলেন ক্লাডিউয়াস। খ্রিস্টান ধর্মযাজক, সমাজসেবক ও চিকিৎসক স্টিভ ভেলেন্টাইন নামের এক যুবক ধর্ম প্রচারকালে রােমান সম্রাট ক্লাডিউয়াস এর নানা আদেশ লঙ্ঘনের দায়ে গ্রেফতার হন।

রােমান সম্রাটের যেসব আদেশ তিনি লঙ্ঘন করেছেন তার মধ্যে প্রধানত, রাজার সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য যুবকদের বিয়ে নিষিদ্ধ ছিল। কারণ অবিবাহিত সেনারা যুদ্ধক্ষেত্রে বেশি ধৈর্যশীলতার পরিচয় দিতে পারতেন।

তাই রােমান সম্রাট ক্লাডিউয়াস এর যুবক সেনাদের বিয়ে করা নিষেধ করে দেন। কিন্তু স্টিভ ভেলেন্টাইন এসব সেনাদের বিয়ের জন্য উদ্বুদ্ধ করতেন ও গােপনে বিয়ে দিয়ে দিতেন।

তাছাড়া জনগণকে ধর্মদ্রোহী করা, সম্রাটের বিপক্ষের যুদ্ধাহত খ্রিস্টান সৈন্যদের চিকিৎসা করা এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের জন্য সম্রাটের রােষানলে পড়ে গ্রেফতার হন।

স্টিভ ভেলেন্টাইন নামের এই যুবক। কারাগারে যাওয়ার পর জনগণের সহানুভূতিতে তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন।

এই জনপ্রিয় মানুষটিকে দেখার জন্য প্রতিদিন অগণিত মানুষ কারাগারে যেতেন। তারমধ্যে কারারক্ষীর অন্ধ মেয়ে জুলিয়া ছিলেন অন্যতম। স্টিভ ভেলেন্টাইনের সঙ্গে তিনি প্রায়ই দেখা করতেন এবং দীর্ঘ সময় তার সঙ্গে থাকতেন।

একপর্যায়ে স্টিভ ভেলেন্টাইন আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে অন্ধ জুলিয়াকে সুস্থ করে তােলেন।

জুলিয়াকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন এবং দুজনই গভির ভালােবাসায় আবদ্ধ হন। এ সংবাদে ক্ষিপ্ত হয়ে সম্রাট ২৭০ সালের কোনাে এক সময়ে জনসম্মুখে স্টিভ ভেলেন্টাইনকে মৃত্যুদণ্ড দেন।

দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি। স্টিভ ভেলেন্টাইন ফাঁসিকাষ্ঠে যাওয়ার আগে তার ভালােবাসার মানুষ জুলিয়াকে একটি চিঠি লেখেন যার শেষে লেখা ছিল তােমার ভেলেন্টাইনের পক্ষ থেকে।

এর পরই ৪৯৬ সালে খ্রিস্টানদের সেই লিওপারসালিয়া বা ফেব্রুয়ালিয়া পুজার নাম ও পদ্ধতি পরিবর্তন করে নিজ ধর্মের যাজক স্টিভ ভেলেন্টাইনের নামে অনুষ্ঠানের নামকরণ করেন।

শুরু হয় ‘ভ্যালেন্টাইন ডে’ বা বিশ্ব ভালবাসা দিবস ‘ এর পথচলা।

কিন্তু লটারীর কুপ্রভাবের জন্য মধ্যযুগে সমস্ত ইউরােপে ‘ ভ্যালেন্টাইন ডে ‘ উদযাপন দীর্ঘকাল নিষিদ্ধ ছিল।

পরবর্তীতে ইংরেজি সাহিত্যের জনক জিওফ্রে চসার তার পার্লামেন্ট অব ফাউলস ( ১৩৮২ ) এর মধ্যে ‘ ভ্যালেন্টাইন ডে ‘ নিয়ে লেখেন। এরপর উইলিয়াম শেকসপিওরসহ খ্যাতিমান সাহিত্যিকগণ এ বিষয়টিকে সাহিত্যের উপাদান হিসেবে নিয়ে আসেন।

১৬৬০ সালে রাজা চার্লস টু আবার দিবসটি পালনের প্রথা চালু করেন। এ দিবসিটি নিয়ে বিভিন্ন দেশে নানা বিতর্ক রয়েছে । তাই অনেক দেশেই এ দিবস পালনে রয়েছে নিষেধাজ্ঞা।

শুধু ইসলামী বিশ্ব নয় , উপমহাদেশের অনেক দেশেই নিজস্ব সভ্যতা , সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবােধের সাথে সাংঘর্ষিক হওয়ায় দিবসটি পালনে নিষেধাজ্ঞা রয়েছে।

Related Articles

18,892 Comments

  1. Although much less expensive than a traditional home, prices for tiny houses in California can fluctuate from the low $40,000 to $100,000 or more depending on the layout you design and the type of amenities you add. Щ…Ш­ШµЩ€Щ„Ш§ШЄ ШЁШ±Щ†ШЇ ШіЩ€Щ†ЫЊ ШЁШ§ ШЄЩ€Ш¬Щ‡ ШЁЩ‡ Ш§ЫЊЩ†Ъ©Щ‡ Щ†ШіШЁШЄ ШЁЩ‡ ШіШ§ЫЊШЇ Ш±Щ‚ШЁШ§ ЪЇШ±Ш§Щ†ШЄШ± Щ‡ШіШЄЩ†ШЇ ШЁШ±Ш§ЫЊ ШЄШ№Щ…ЫЊШ± آن‌ها Щ†ЫЊШІ ШЁШ§ЫЊШЇ Ш§ШІ Ш§ЩЃШ±Ш§ШЇ Щ…ШЄШ®ШµШµ Ъ©Щ…Ъ© ЪЇШ±ЩЃШЄ ШЄШ§ Щ‡ШІЫЊЩ†Щ‡ ШЁЫЊШґШЄШ±ЫЊ ШЁЩ‡ ЩЃШ±ШЇ ШЄШ­Щ…ЫЊЩ„ Щ†ШґЩ€ШЇ. Tiny Homes on Foundations If you already own some property, then you’re likely considering building your tiny house from scratch. Digging or pouring the foundation on your own will save you money on your overall cost, but it can be more work than you’re qualified for. Start with your tiny house building plans. If you’ve already started them, you’ll need to add the foundation. Having a professional create your DIY house plans can help significantly, especially if you don’t plan on hiring a contractor to help with the construction process. https://africacancerhub.com/forum/profile/alfredmaygar714/ ©2022 Lakefront Living International, LLC Whether you are searching for Puget Sound waterfront homes, a beach home, or beachfront property in Washington State, WashingtonWaterfronts.com has you covered. Featuring all lakefront, riverfront, oceanfront, and other waterfront homes in Washington State, the variety of waterfront properties for sale covering Washington State’s 3000+ miles of shoreline will leave you dreaming of living along one of Washington’s spectacular waterfronts. Great opportunity to own a waterfront compound located in Naples Village! Walk to the causeway and all of its amenities. Enjoy the sandy beach on Long Lake during the summer months and access to snowmobile trails in the winter. These 3 properties are being sold together situated on +/-.80 acre lot with 91′ of frontage. Included in the sale is a 2 bedroom, 1 bath cottage overlooking the water, a 3 bedroom, 1 bath mobile and a 3 bedroom, 2 bath multi-level home with 1C garage. With a few updates, the property could easily be converted to year round!

  2. Welcome to our expert guide to online blackjack sites. We’re going to show you everything you need to know about playing online blackjack games. From information about the different types of blackjack and strategies, to information on the best online blackjack sites, we’ve got it covered. Read on and soon you’ll be a blackjack expert too. Tip 1: The blackjack rules are not always the same from one gambling web site to another. My suggestion is to jot the down the rules and then use the House Edge calculator on the blackjack page at wizardofodds.com. After you key in the number of decks and the rules, it will calculate the house edge for you. (Read Chapter 1.5 for details on how to reduce the house edge in blackjack.) Those familiar with blackjack will understand there is a correct mathematical way to play the popular casino card game. http://josuezsjy98642.blogdun.com/10995739/neverland-casino-real-money Our players get to walk out onto the 32Red carpet when they start playing, they will be treated with some serious bonuses, promotions and awesome deals designed exclusively so there is no one-size-fits-all deal for our players. We’re all about showing players the meaning of a first-class casino experience! By registering at 32Red, players are signing up to a world full of the very best gameplay, unrivalled promotions and superb bonuses. Once you make your first successful deposit, get ready for a welcome bonus reward of a 150% Bonus up to ВЈ150! Claim your free $50 no deposit bonus plus $250 sign up bonus for Ruby Slots Casino… Worth US$2 million, the world’s largest ruby was sculpted into a small replica of the Liberty Bell. The famous cracked bell also inspired inventor Charles Fey, who included it as a symbol on the reels of his first slots machines. Play New Zealand’s premium online pokies at Ruby Fortune, and find out if the bells will ring for you.

  3. Jocurile de noroc caracteristice cluburilor de poker se desfăşoară în spaţii corespunzătoare, în care exploatarea jocurilor de noroc este realizată la mese speciale, caracteristice jocului de poker, folosind mijloace de joc specifice. Jocurile de noroc se organizează direct între participanţi, organizatorul având obligaţia de a asigura respectarea regulamentelor de joc astfel cum au fost aprobate de comitet. Joi, 27 Ianuarie 2022, de la ora 18:30, are loc o noua tragere Loto 5 40, la care putem castiga un premiu de peste 139.000 de lei la categoria a-II-a. ●  castigurilor a caror valoare unitara bruta este cuprinsa intre 3.000,01 lei si 15.000,00 lei inclusiv, se   achita la casieriile platitoare resedinta de judet agentiile asimilate acestora; https://master.nexhealth-cottage.com/community/profile/garlandellis71/ Copyright © 2017-2021 «22bet». Atunci când distribuiți datele personale la 22Bet Casino este protejat de industria de conducere elementele de securitate și metode de criptare. Ei iau confidențialitatea și securitatea datelor foarte grave, astfel încât să nu trebuie să vă faceți griji despre nimic. Cand alegeti sa va inregistrati utilizand conturile dvs. de socializare, trebuie sa alegeti ce platforma de socializare doriti sa utilizati. Astfel vei da permisiunea cazinoului sa-ti acceseze informatiile despre profil. Dupa ce ati facut acest lucru, va puteti conecta cu usurinta la contul dvs. utilizand contul de retea sociala. Poți alege orice client VPN, dar noi îți sugerăm să folosești următoarele. Exista un minim de 10 GBP limita de depunere, iar viteza tranzactiei este destul de rapida, depozitele devenind instantaneu disponibile si accesibile in contul dvs. 22Bet. Toate retragerile sunt directionate inapoi in acelasi cont care a fost folosit pentru a finanta contul 22Bet initial. Merita mentionat faptul ca nu exista nicio taxa de serviciu atasata la niciuna dintre metodele utilizate pentru depunerea de bani in contul 22Bet

  4. Uusi 12-Star Euro -pelimerkkimallisto on vastaus jo pitkään euro-arvoisia pelimerkkejä toivoneille pokeriharrastajille. Merkkien tyylikäs ulkonäkö, savinen valmistusmateriaali ja erinomainen laatu muistuttavat läheisesti pelimerkkien aatelia, Paulsonia, mutta ovat hinnaltaan huomattavasti edullisemmat. Pokeriturnaukset ovat yksi pokerin mielenkiintoisimmista ja jännittävimmistä muodoista. Turnauksia pelataan netissä ympäri vuorokauden kaikissa hintaluokissa. Suurimpien turnausten palkintopotit liikkuvat jopa miljoonissa ja osallistumismaksut ovat satoja tai jopa tuhansia dollareita. Pienimmissä turnauksissa osallistumismaksut puolestaan ovat hyvin vaatimattomia, jopa 1$ luokkaa. Skaalaa siis riittää ja aloittelijakin pystyy tutustumaan turnauksiin ja harjoittelemaan niissä pelaamista, vaikka rahasijoille ei alussa aina yltäisikään. https://www.imkuder.com/forum/profile/florriehaswell/ Pikakasino panostaa nimenomaan puhelimella sekä tabletilla tapahtuvaan pelaamiseen, minkä ansiosta lähes kaikki peleistä ovat saatavilla myös mobiiliversioina. Pelivalmistajien puolesta tarjonta ei ole markkinoiden monipuolisin, mutta kaikki suurimmat tekijät on otettu mukaan. Pelaamaan pääsee muun muassa näiden studioiden tuotoksia: Pikakasino on tutustumisen arvoinen pelipaikka. Pelionnea! Kuten esimerkiksi Booi, omistaa myös Slots Palace Curacaon uhkapeliviranomaisen lisenssin. Suomalaisen pelaajan siis täytyy maksaa voitoistaan verot! Pikakasino soveltuu myös livekasinon ystäville. Tarjolla on Evolutionin laadukkaat pelit. Liveaulasta paljastuu 15 peliä, ja vasta Evolutionin aulaan mennessäsi pääset valitsemaan itse pöydät, joita on paljon enemmän. Tuttujen pöytäpelien lisäksi pelinhoitajat johdattavat sinut useampienkin erilaisten onnenpyörien ja muiden game show -pelien pariin.

  5. Here are the top sites similar to Statarea.com: If you seek features similar to Statarea predictions as well as helpful tips, then VitiBet could be one of the sites to look out for. Its market collection is among the most diverse and widespread, and loading the homepage would leave you feeling like a professional. All the information you need is at your fingertips, categorized under tips for Today or 7 Days. Step 2: Installing Statarea Soccer Predictions APK If you seek features similar to Statarea predictions as well as helpful tips, then VitiBet could be one of the sites to look out for. Its market collection is among the most diverse and widespread, and loading the homepage would leave you feeling like a professional. All the information you need is at your fingertips, categorized under tips for Today or 7 Days. https://carlsagan.com/community/profile/qzsisabel700827/ I know 1xbet is one of the best bookies in India, but would appreciate if they availed more casino games on the app. Anyways, Cheers!, good job so far. In order to use the 1xbet mobile app, you have to actually sign up and download the app in the first place. If you are just signing up for a new account, you can also use our 1xbet promo code when you register. Let’s work through this in order to keep things simple, starting with how to download the app onto your respective device. If you have an iOS device, these are the steps you must follow: As mentioned earlier, this firm embraces inclusivity, maximum customer satisfaction, and quality services. Therefore, technology deployment is highly featured with a 1xbet app free download available for almost every popular operating system and technology in our phones.

  6. Pingback: meritroyalbet
  7. Pingback: meritroyalbet
  8. Pingback: madridbet
  9. Pingback: meritroyalbet
  10. Pingback: madridbet