রাজনীতি

অডিও বিকৃত করে অপপ্রচার, ষড়যন্ত্রের অভিযোগ -মান্নানের

নিজস্ব প্রতিবেদক :


নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিকৃত অডিও প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

বুধবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, মনোনয়ন ঘোষণার পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সম্প্রতি তারা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমার ভয়েস বিকৃত (ভয়েস এডিট) করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য তৈরি করছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, বলেন আজহারুল ইসলাম মান্নান।

তিনি দাবি করেন, এই ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে তার সঙ্গে দলের একজন বর্ষীয়ান নেতার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা অতীব জঘন্য ও অপরাধমূলক কাজ।

মান্নান বলেন, এসব বক্তব্য, ভিডিও বা অডিও সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও নির্বাচন বানচালের উদ্দেশ্যে এ অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকুন, গুজব প্রতিহত করুন এবং সত্যের পাশে থাকুন, বলেন তিনি।

মিডিয়া ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে মান্নান বলেন, তথ্যের সত্যতা যাচাই না করে কোনো সংবাদ প্রচার বা প্রকাশ না করার জন্য সবাইকে অনুরোধ করছি। সত্য যাচাই ছাড়া প্রচার সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করে।

বিবৃতিতে শেষে তিনি দেশবাসীর শান্তি ও নিরাপত্তা কামনা করে বলেন, মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফজল হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button