সোনারগাঁয়ের খবর

আমান সিমেন্ট কোম্পানীর শব্দ দূষণ ও ভূ-কম্পনে এলাকাবাসী অতিষ্ট

নিজস্ব সাংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জেে সোনারগাঁ উপজেলার বৈদ‍্যেরবাজার এলাকায় গড়ে উঠা আমান সিমেন্ট কোম্পানীর শব্দ দূষণ ও ভূ-কম্পনের কারনে এলাকায় প্রায় ৭/৮গ্রামের মানুষ অতিষ্ট।

একজন সাধারন মস্তিষ্কের মানুষ পাগল হয়ে যেতে পারে। আর অ-সুস্থ‍্য রোগীদের বেলায় কতটুকু ঝুকিপূর্ন হতে পারে, তা আপনারাই বলতে পারবেন।

বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরূপ অনেক কোম্পানি রয়েছে। তাদের আশে পাশে অনেক লোকের বসবাস করে। সেখানে কিন্তু এরূপ ভূ-কম্পন ও শব্দ দূষণ হয় না। তাহলে এখানে এমন ব‍্যবস্থা কেন? এখানে কি কোন উদ্দেশ‍্য জড়িত রয়েছে? এলাকাবাসী জনসার্থে বিষয়টি খতিয়ে দেখার জন‍্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন বলেন, যে কোন শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা এলাকার বেকারত্ব দূরীকরণের জন্য অগ্রণী ভূমিকা পালন করে থাকে। কিন্তু সেই কলকারখানা যদি জনগণের অমঙ্গল টেনে নিয়ে আসে তাহলে এইসব কলকারখানা দিয়ে উন্নয়ন করার কোন দরকার নাই। আমরা এরূপ উন্নয়ন চাই না।

Related Articles

Back to top button