সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকারে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক :


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল আরোহী ৬ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে প্রাইভেটকার থেকে ছিনতাই করে নগদ টাকা ও মালামাল লুট করার ঘটনা ঘটেছে।

শুক্রবার ১৮ আগস্ট ভোরে মহাসড়কের কাচঁপুর নয়াবাড়ী এলাকায় এলাকায় ইউটার্নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানাযায়, উপজেলা সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া তার বন্ধু সালেহ আহমেদকে নিয়ে গত বৃহস্পতিবার ইলেট্রিকের মালামাল কিনতে চট্টগ্রামে যান। পরে শুক্রবার ফেরার পথে ভোরে মহাসড়কের কাচঁপুর নয়াবাড়ী এলাকায় ইউটার্ন নিতে গেলে হঠাৎ মোটরসাইকেল আরোহী ৫/৬ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গাড়ী থামিয়ে দরজা ভাংচুর করে গলায় ছুরি দিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ১ লাখ ৫৩ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার উপ পরিদর্শুক (এসআই) আব্দুল কাদির জানান, এ ঘটনায় আশপাশের সিসি ক্যামেরা দেখে ছিনতাকারীদের সনাক্ত করা চেষ্টা চলছে।

Related Articles

Back to top button