রাজনীতি

সোনারগাঁও পৌরসভা মেয়র প্রত্যাশী মোহাম্মদ হোসাইনের উঠান বৈঠক

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

সোনারগাঁও পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র পদপ্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের জনসংযোগ ও উন্নয়ন বিষয়ক উপসম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন উঠান বৈঠক করেছেন।

শুক্রবার (১৭ জুন) বিকালে সোনারগাঁও পৌরসভা ৮নং ওয়ার্ড  পৌর ভবনাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম রফিকের বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

‘আধুনিক পৌরসভা আমাদের অঙ্গীকার” এই শ্লোগানে উক্ত উঠান বৈঠকে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন ছাড়া আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের সাবেক আহবায়ক মাহবুবুর রহমান মিলন, সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মশিউর রহমান শামিম, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সমাজ সেবক মোঃ ইউনুছ মিয়া, গোলাম মোস্তফা, সোলায়মান মিয়া, শাহ আলী, হারুনুর রশিদ, আলমগীর চৌধুরী,  মতিন মিয়া, ফুলমিয়া, আব্দুল হাই, রফিক মিয়া সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার যুবকগন ও গণ্যমাণ্য ব্যাক্তিগণ ছিলেন।

এসময় ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
 
নৌকা প্রতীক পেয়ে মেয়র নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের কল্যানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং যে কোন সময় এলাকার মানুষেরসুবিধা অসুবিধায় তাদের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন।

আপনাদের দোয়া ও সমর্থনে আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে সোনারগাঁও পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করবো। 

আপনাদের এলাকার রাস্তা ও ড্রেন নির্মান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবো এবং জলাবদ্ধতার অভিশাপ থেকে পৌরবাসীকে মুক্তকরবো ইনশাআল্লাহ ।

Related Articles

Back to top button