সোনারগাঁয়ের খবর

কে এই জয়নাল মীর? পুলিশ সোর্স পরিচয়ে চালাচ্ছেন মাদক ব্যবসা ও চাঁদাবাজি

সাদিপুর ইউনিয়ন (প্রতিনিধি) সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিম পাড়া এলাকায় পুলিশের সোর্স পরিচয়ে জয়নাল মীর (৩৮) ও তার ভাই ইসহাক মীরের নেতৃত্বে কেডার বাহিনী তৈরি করে মাদক ব্যবসা ও চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে।

প্রশাসনের নিরবতায় হতাশ স্থানীয়রা। এ নিয়ে একাধিক পত্রিকায় নিউজ হলেও কোন প্রতিকার পাচ্ছেন না বলে দবি করছেন নয়াপুর পশ্চিম পাড়ার বাসিন্দারা।

নয়াপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক (৪৫) কয়েকজন ব্যক্তি বলেন, গত ৩১/০৫/২০২১ তারিখে দৈনিক অগ্রবানী প্রতিদিন ও ডান্ডি বার্তা পত্রিকায় জয়নাল মীর ও তার ভাই ইসহাক মীরের রমরমা মাদক ব্যবসা সম্পর্কে একটা প্রতিবেদন প্রকাশিত হবার পরেও স্থানীয় প্রশাসন তেমন কোন পদক্ষেপ গ্রহণ না করায় গত ১২/০৬/২০২১ তারিখে জৈনক নজু নামের এক লোকের নিকট মাদক ও চোরাই করা সিএনজি পাওয়া যাবার অভিযোগ এনে কথিত সোর্স জয়নাল মীর ও তার কেডার বাহিনী বিচারের নামে প্রায় ৬০ (ষাট) হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এলাকাবাসীর।

এলাকাবাসী সুত্রে আরও জানা যায় মৃত নান্নু মীর এর ছেলে এই জয়নাল মীর ও তার ভাইদের চাঁদা না দিয়ে এলাকায় কোন বাড়ি নির্মাণ জমি ক্রয় করা সম্ভব হয়না। জয়নাল মীর ও তার কেডার বাহিনীর বিরুদ্ধে স্থানীয় লোকজন কোন প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা।

জয়নাল মীর কথায় কথায় মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিবার হুমকি দিয়ে থাকে। গ্রামের ভিতরে একটি মুদি দোকান যেটি রাত ১২/ ১ টা পর্যন্ত খোলা রেখে কিসের ব্যবসা করছে তাহা নিয়েও জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু কথিত পুলিশের সোর্স হবার কারণে সাধারণ মানুষ কিছু বলে নিজের বিপদ ডেকে আনতে চায়না।

এব্যাপারে স্থানীয় সচেতন মহলে দাবি, এই জয়নাল মীর ও তার বাহিনীর বিরুদ্ধে প্রশাসন এখনই কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে এই এলাকার ছোট বড় সকলেই মাদকের থাবায় নিমজ্জিত হতে পারে।

এছাড়াও এই সোনারগাঁ উপজেলার নয়াপুর পশ্চিম পাড়ায় আরও একজন নুর হোসেন উৎপত্তির আশংকা কর সচেতন মহলের।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ কে এম ইকবাল হোসেন বলেন, জয়নাল মীর (৩৮) নামের কোন পুলিশের সোর্স আছে বলে আমার জানা নাই। আমরা দেখি খোজ নিয়ে কে এই জয়নাল মীর!

Related Articles

Back to top button