ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম : নড়াইল আদালতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার রায় প্রদান করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলটি কাচপুর বিসিক এলাকা থেকে শুরু হয়ে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে কাচপুর বাস স্টান্ড এসে শেষ হয়। এসময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা রায়ের নিন্দা জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে সোনারগাঁ থানা ছাত্রদল নেতা জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা ছাত্রদল নেতা শাহজালাল,আদনান সজল, সিফাত আদনান, আসিফ, তাইজুল,আকাশ, জসিম, জাহিদ, রাসেল, খোকা, কালাম, পৌর ছাত্রদল নেতা কাজী নাদিম, রনি, সজিব, প্রান্ত, সরকারি তোলারাম কলেজ ছাত্রদল নেতা ইমন, জেলা ছাত্রদল নেতা আল-আমিন, রুবেল, মহিব উল্লাহ, রাতুল সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলো।
Мисс Марвел 1 сезон. Ms. Marvel. Мисс Марвел смотреть онлайн 1,2,3,4,5,6 серия Сериал Мисс Марвел 1 сезон 1,2 серия LostFilm смотреть Смотреть сериал Мисс Марвел онлайн в хорошем качестве совершенно бесплатно