সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে জনতার হাতে দুই ডাকাত আটক
ফয়সাল ইবনে আমিন (বারদী ইউনিয়ন প্রতিনিধি), সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতি করার প্রস্তুতি নেয়ার সময় এলাকাবাসী দুইজন কে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়।
স্থনীয়রা জানান, গত বুধবার রাতে উপজেলার সনমানন্দী ইউনিয়নের হরিহরদী এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নেয়ার সময় একদল ডাকাতদের এলাকাবাসী ঘেরাও করলে, নয়ন (২৫) ও আবু নাঈম(১৭) নামের দুই ঢাকাত কে ধরে ফেলি। বাকিরা পালিয়ে যায়। তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেই।
সোনারগাঁ থানা পুলিশের ডিউটি অফিসার মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, নয়ন (২৫) এরবাড়ি পাশাপাশি এলাকা মারুবদি ও আবু নাঈম(১৭) এর বাড়ি একই ইউনিয়নের দরিকান্দি। তাদেরকে বৃহস্পতিবার দুপুরবেলা মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Сериал Мисс Марвел смотреть онлайн Мисс Марвел (сериал). Смотреть онлайн Мисс Марвел (сериал)