জনপ্রতিনিধ

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা জননেতা মোশারফ হোসেন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জননেতা মো. মোশারফ হোসেন।

শুক্রবার বাদ জুম্মা উপজেলার মোগরাপাড়া সরকারি এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়াতন মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় জানাজা শেষে তাকে স্থানীয় মোগরাপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনাকালীন কঠোর লকডাউন অবস্থায় নামাজে জানাজায় সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য বলা হলেও প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে শত শত নেতাকর্মীর ঢল নামে এইচ জি জি এস স্মৃতি বিদ্যায়াতন মাঠে। জনসমুদ্রে পরিনত হয় মোগরাপাড়া স্কুলের মাঠ।

নামাজে জানাজায় অংশ নেন, নারয়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং মরহুমের ভাতিজা আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হােসেন খােকা, নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী পরিষদের সদস্য এ্যাড. আনিসুর রহমান দিপু, বাবু চন্দন শীল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ. এইচ. এম মাসুদ দুলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মােহাম্মদ বাদল, জেলা পরিষদের চেয়ারম্যান আনােয়ার হােসেন, জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরােজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জেলা পরিষদের সদস্য মােস্তাফিজুর রহমান মাসুম, মরহুমের ছােট ভাই মােগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এ্যাড. সামসুল ইসলাম ভূইয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ জেলা উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও এরসহযােগি সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনতা।

বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ থেকে পর পর ৫ বার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান, দীর্ঘদিন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন, জেলা আওয়ামীলীগের সদস্য, ২০১৪ সালে সংসদ সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়ন লাভসহ বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা মোশারফ হোসেন এর পঞ্চাশ বছরের রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জন, গণমানুষের আস্থা অর্জন। রাজনীতি বিশ্লেষক মনে করেন- মোশারফ হোসেন তার কর্মগুণে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের অভিভাবকে পরিনত হয়েছেন। ন্যায় বিচারক হিসেবে তিনি দল-মত নির্বিশেষ গণমানুষের ভালোবাসা অর্জন করেছেন। যা সোনারগাঁয়ের রাজনৈতিক ইতিহাসে বিরল। এ করণে বলা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের মৃত্যুতে সোনারগাঁবাসী একজন অভিভাবককে হারালো।

Related Articles

Back to top button