নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ হাফিজুর রহমান।
মঙ্গলবার সকালে তিনি যোগদান করেছেন। সোনারগাঁ থানায় যোগদানের আগে শরীয়তপুরের নড়িয়া থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন হাফিজুর রহমান। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা।
তারও আগে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রসঙ্গতঃ সােমবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার মােহাম্মদ জায়েদুল আলম বলেন, সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত শনিবার রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সচিব মামুনুল হক সােনারগাঁয়ের রয়েল রিসাের্ট নামের একটি হােটেলে এক নারীসহ অবরুদ্ধ হওয়ার পর ব্যাপক ভাঙচুর করেন তার কর্মী, সমর্থকেরা। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করে রাতেই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সােহাগ রনির ব্যবসাপ্রতিষ্ঠান , বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালান হেফাজতের কর্মী সমর্থকেরা। এ ঘটনায় সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে গত ৪ এপ্রিল সোনারগাঁ থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে
смотреть онлайн сериал «Мисс Марвел» Сериал Мисс Марвел смотреть онлайн бесплатно все серии смотреть онлайн сериал «Мисс Марвел»